close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভূমি দস্যুরা  সাবেক প্রধান শিক্ষকের  জমির দখল করার চেষ্টা করছে ..

Tuhid hasan avatar   
Tuhid hasan
তৌহিদ হাসান

জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ২ নং করইচরা ইউনিয়নের মহিষবাথান নামক গ্রামে 

আব্দুর রউফ ওরফে কামরুল মাস্টারের বাড়ি 
তার বাড়ির কিছুটা দূরেই  রয়েছে তার ১৭ শতাংশ জমি। তার সমস্ত বৈধ কাগজপত্র থাকার পরেও
এলাকার কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক গত ২০ তারিখে কামরুল মাস্টারের জমিতে ঘর উত্তোলন 
কার্যক্রম শুরু করে। এ সময় কামরুল  মাষ্টার এবং তার পরিবারের সদস্যদের বাড়িতে ছিলেন না।বাধা প্রাপ্ত না হয়ে ভূমি দস্যুরা 
 কাঠ  এবং সিমেন্টের খাম দিয়ে অর্ধেক ঘর নির্মাণ করে। ২১ তারিখ সকাল বেলা ঘরের উপর টিনের ছাউনি  দেয়। 

এ ঘটনায় আমার মাস্টার বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন 
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছে  মো: ফারুক আহমেদ। মোঃ মিজানুর রহমান। এনামুল হক 
মোহাম্মদ মুক্তার হোসেন আরো বেশ কয়েকজন 

থানায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে 
মাদারগঞ্জ মডেল থানার  কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ জানান, তিনি অভিযোগ পেয়েছেন, পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে এবং নির্মাণ  কাজ বন্ধ করে দিয়েছে। 

 

Walang nakitang komento


News Card Generator