প্রতিনিধি, গোপালগঞ্জ: জয়নগর থেকে মাঝিগাতি বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচলের গুরুত্বপূর্ণ এই রাস্তার অবস্থা এখন করুণ। গর্ত আর ভাঙাচোরা অংশে ভরে গেছে পুরো রাস্তা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলছে ভ্যান, অটো, মোটরসাইকেল ও মালবাহী ট্রাক।
এই রাস্তা দিয়ে ব্যাসপুর, আলফাডাঙ্গা, বোয়ালমারী, সাশ্রাইলসহ আশপাশের বহু এলাকার মানুষ প্রতিদিন চলাচল করেন। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে রোগী ও শিক্ষার্থীদের চলাচলে ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ— আওয়ামী লীগের এক দোসর ঠিকাদার এই রাস্তার কাজ পেয়েছিলো। কিন্তু সে শুধু দায়সারা, নিম্নমানের কাজ করে টাকা তুলে নিয়েছে। রাস্তার নিচে মজবুত কোনো কাজ হয়নি, কিছুদিনের মধ্যেই ভেঙে যায়।
একজন ট্রাকচালক বলেন, "রাস্তায় চললেই ঝাঁকুনি খেতে হয়, পণ্য পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। গাড়ির ক্ষতি তো হচ্ছেই, সময় ও খরচও বাড়ছে।"
একজন ছাত্র জানান, "স্কুলে যেতে গেলে কাদা, পানি আর গর্তে হেঁটে যেতে হয়। কিছুদিন পর রিকশা, অটোও চলবে না।"
বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তার গর্তে পানি জমে থাকে, দুর্ঘটনার ঝুঁকি সবসময় থাকে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন— "এই দুর্নীতির জন্য যারা দায়ী, তাদের বিচার চাই। না হলে আন্দোলনে নামব। শুধু উন্নয়নের বুলি শুনলে হবে না, আমাদের বাস্তব উন্নয়ন চাই।"
প্রশাসনের প্রতি আহ্বান— দ্রুত রাস্তার পূর্ণ সংস্কার এবং দুর্নীতির তদন্ত করতে হবে।