ভোগ নয়, ত্যাগের কর্মী হও: ঐক্যের ডাক দিলেন জামায়াত নেতা আবদুল হালিম

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, "আমাদের ভোগের কর্মী নয়, ত্যাগের কর্মী হতে হবে। দেশ গঠনে সবাইকে একত্রে কাজ করতে হ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, "আমাদের ভোগের কর্মী নয়, ত্যাগের কর্মী হতে হবে। দেশ গঠনে সবাইকে একত্রে কাজ করতে হবে। দল-মত-ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সব ধর্মের মানুষকে নিয়ে আমরা চলব। কোরআন ও হাদিসের আলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আমাদের লক্ষ্য। তবে ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাদে সব দলের নেতারা ঐক্যবদ্ধ থাকব।" শনিবার (১৪ ডিসেম্বর) চাঁদপুরের মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুল হালিম আরও বলেন, "জুলাইয়ের আন্দোলনের মূল কথা হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। নারায়ে তাকবির স্লোগান দিয়ে আমরা দেশে বাঁচতে চাই। একজন কর্মী হিসেবে সালাত, সাওম, হজ এবং জাকাত যথাযথভাবে পালন করতে হবে। ত্যাগের আদর্শকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।" মতলব দক্ষিণ উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির আবদুর রশিদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং মতলব পৌর আমির মু. জসীম উদ্দিন প্রধানীয়ার পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা সাবেক আমির মাওলানা আবদুর রহিম পাটোয়ারী, চাঁদপুর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কুমিল্লা দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবদুল মবিন এবং চাঁদপুর জেলা জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। উপস্থিত নেতারা কর্মী সম্মেলনে ত্যাগ ও ঐক্যের মাধ্যমে দেশ গঠনের আহ্বান জানান এবং দেশের বর্তমান পরিস্থিতিতে সঠিক নেতৃত্ব ও জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সম্মেলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার নির্দেশ দেন বক্তারা।
No comments found


News Card Generator