close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে কচুয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ..

রিমন তালুকদার. avatar   
রিমন তালুকদার.
পটুয়াখালী-০৩ ভিপি নুরুল হক নুরের নিজ আসনে স্থানীয় সন্ত্রাসীদের হাতে হামলার প্রতিবাদ চাঁদপুর-০১ কচুয়া সাচার বাজারে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল।..

পটুয়াখালী-০৩ আসনে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা ও সাবেক ভিপিনুরুল হক নুরের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে চাঁদপুর-০১ আসনের কচুয়া উপজেলার সাচার বাজারে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ জুন) আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সহ-সম্পাদক এনায়েত হাসিব বলেন, “কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকেই গণঅধিকার পরিষদের জন্ম। আমরা জানি প্রতিকূল পরিবেশে কিভাবে সংগ্রাম করতে হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে পরিষদই একমাত্র রাজনৈতিক শক্তি, যা ক্ষমতার ছত্রচ্ছায়া নয় বরং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে।”

 

তিনি আরও বলেন, “জাতীয় ঐক্য ও সংহতির কথা মাথায় রেখে আমরা ধৈর্য ধরছি। তবে সেটিকে কেউ আমাদের দুর্বলতা মনে করলে ভুল করবে। যারা পেশীশক্তি ও কালো টাকায় রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, তাদের জন্য ভবিষ্যতের বাংলাদেশ সহজ হবে না। আগামীর রাজনীতি হবে তরুণ এবং সচেতন নাগরিকদের নেতৃত্বে। এক ফ্যাসিবাদীকে সরিয়ে আরেক ফ্যাসিবাদীকে বসাতে দেওয়া হবে না।”

 

 

উপস্থিত নেতৃবৃন্দ: বিক্ষোভে উপস্থিত ছিলেন: চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, কচুয়া উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সালাউদ্দিন শিং, উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. নূরুল হুদা ভূঁইয়া, সাধারণ সম্পাদক এস. আই. সাইদুল ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কবির হোসেন, গণমাধ্যম সম্পাদক নাহিদুল হাসান মৃদুল, প্রবাসী বিষয়ক সম্পাদক মাইউদ্দিন এবং কচুয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাঈদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম আলম মাহীর, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম বেপারীসহ আরো অনেকে।

কোন মন্তব্য পাওয়া যায়নি