ভবদহের জলাবদ্ধতা: চিরস্থায়ী সমাধানের আশায় যশোরবাসী

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
যশোর, ২২ এপ্রিল:
যশোরের দীর্ঘদিনের দুর্ভোগ ভবদহের জলাবদ্ধতা নিরসনে এবার মাঠে নেমেছেন বিশেষজ্ঞ উপদেষ্টারা। পরিদর্শনে এসে পরিবেশবিদ রিজওয়ানা হাসান জানান, “ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান নিয়ে আমরা চিন..

 

দীর্ঘদিনের যন্ত্রণার নাম ভবদহ। বছর পর বছর ধরে যশোর, খুলনাসহ বিস্তীর্ণ এলাকার লাখো মানুষ এই জলাবদ্ধতার কারণে ভোগান্তির শিকার। কৃষি, যোগাযোগ, শিক্ষা—জীবনের প্রতিটি খাতেই নেতিবাচক প্রভাব পড়েছে। এক কথায় বলা চলে, ভবদহ যেন হয়ে উঠেছে যশোর অঞ্চলের এক চিরস্থায়ী দুঃখ।

তবে এবার সেই দুঃখ ঘোচানোর আশায় নতুন করে বুক বাঁধছেন এলাকাবাসী। সরকার নিযুক্ত তিনজন উপদেষ্টা সরেজমিনে ভবদহ এলাকা পরিদর্শন করেছেন। তাঁদের মধ্যে ছিলেন পরিবেশ আন্দোলনের খ্যাতনামা নেত্রী অ্যাডভোকেট রিজওয়ানা হাসান, পানি বিশেষজ্ঞ ও পরিকল্পনাবিদরা।

পরিদর্শন শেষে রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, “ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করেছি। মানুষের কষ্টের চিত্র না দেখে বোঝা যায় না—এই সমস্যা কতটা প্রকট।” তিনি আরও বলেন, “অতীতের ভুল পরিকল্পনায় আজকের এই দুর্দশা। তাই এবার হবে সমন্বিত উদ্যোগ, যার ভিত্তি হবে বিজ্ঞান, পরিবেশ ও স্থানীয় জনগণের মতামত।”

তাঁদের আগমনে স্থানীয়দের মধ্যে ফিরে এসেছে একরাশ আশার আলো। অনেকে বলছেন, এত বছর পর মনে হচ্ছে কেউ যেন সত্যিই আমাদের কথা শুনতে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, ভবদহ সমস্যার মূল কারণ হচ্ছে নদী ভরাট, অপরিকল্পিত স্লুইসগেট নির্মাণ ও সঠিক পানি নিষ্কাশনের অভাব। এসব কারণ চিহ্নিত করে একটি টেকসই ও বাস্তবমুখী সমাধান প্রস্তাব করা হবে বলে আশ্বস্ত করেছেন উপদেষ্টারা।

এলাকাবাসীর চাওয়া, এইবার যেন আর শুধু ‘প্রতিশ্রুতির বন্যা’ না বইয়ে, বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হয়। যেন ভবদহ আর যশোরের দুঃখ না হয়ে, হয় গর্বের নাম।

 

Nessun commento trovato