close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভারতীয় সেনা সদস্যর মৃত্যু

Rudra Biswas avatar   
Rudra Biswas
সীমান্তে গোলাগুলিতে ইন্ডিয়ান আর্মির এক সদস্য নিহত

গতকাল ভারত পাকিস্থান সীমান্তে গোলাগুলিতে ইন্ডিয়ান আর্মির একজন সদস্য নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম।

গত কয়েক দিন ধরে উত্তেজনার রেশে গতকাল শুরু হয় ব্যাপক গোলাগুলি।

গতকাল ভারতে বড় আরাকে ড্রোন হামলা   চালায় পাকিস্থান,, তবে পাকিস্থান এটি অস্বীকার করে।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানে ইন্ডিয়ান আর্মি, নৌবাহিনীর, বিমান বাহিনীর হামলায় কেঁপে ওঠে পাকিস্থানের ১৬ সহর।

এক পর্যায়ে পাকিস্থানের প্রধানমন্ত্রীর বাসভবনে হামলায় চালায় ইন্ডিয়ান আর্মি,

এসময় বাঙ্কারে লুকিয়ে থাকেন পাক প্রধানমন্ত্রী।

পর পর পাকিস্থান সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান সংবাদবাধ্যম।

আন্তর্জাতিক সংবাদ 

রুদ্র বিশ্বাস 

Không có bình luận nào được tìm thấy