close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলে ও নাবিক মুক্তি পেয়ে চট্টগ্রামের পতেঙ্গায় এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে ফিরেছে দুটি ফিশিং ট্রলার, ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা
ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলে ও নাবিক মুক্তি পেয়ে চট্টগ্রামের পতেঙ্গায় এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে ফিরেছে দুটি ফিশিং ট্রলার, ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’। মঙ্গলবার সকাল ৯টায় কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে তাদের নিয়ে পৌঁছায় ফিশিং ভেসেলগুলো। এর আগে রোববার পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক পানিসীমায় দুই দেশের মধ্যে বন্দী বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ভারতে আটক থাকা ৯০ বাংলাদেশি এবং বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলে ও নৌকর্মীকে পারস্পরিকভাবে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দফতরের পরিচালক মো. আবদুস ছাত্তার জানান, “দুই দেশের সমঝোতার মাধ্যমে ৫ জানুয়ারি বন্দীদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ উদ্যোগে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হলো।” এ ঘটনার মধ্য দিয়ে দুই দেশের সামুদ্রিক সীমান্তে কাজ করা জেলেদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
לא נמצאו הערות


News Card Generator