ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাক সশস্ত্র বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ৭..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। ভারত-সমর্থিত 'ফিতনা আল-হিন্দুস্তান' সন্ত্রাসী গোষ্ঠীর দুই ঘাঁটিতে হামলা চালিয়ে ৭ সদস্যকে হত্যা করা হয়। পাক সেনাবাহিনীর এই পদ..

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ আবারও পরিণত হলো আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। সোমবার (২ জুন) পাকিস্তান সশস্ত্র বাহিনী এক গোপন অভিযানে ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ভয়াবহ হামলা চালায়, যার ফলে অন্তত সাতজন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করে জানায়, বেলুচিস্তানের কাচ্ছি জেলার মাচ এবং কালাত জেলার মারগান্ডে পৃথক এই অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানটি হয় মাচ এলাকায়, যেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনী অভিযান চালায়। সেখানে 'ফিতনা আল-হিন্দুস্তান'-এর অস্ত্রধারীদের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করে বাহিনীটি। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযানে নামে সেনারা এবং তীব্র গুলিবিনিময়ের মধ্যে পাঁচজন সন্ত্রাসী নিহত হয়। এই গোষ্ঠীকে ভারতীয় মদদপুষ্ট বলে উল্লেখ করেছে আইএসপিআর।

পরবর্তীতে কালাত জেলার মারগান্ড এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এই স্থানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর আরও একটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় এবং দুইজন অস্ত্রধারীকে হত্যা করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর মতে, নিহত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে নাশকতা ও সহিংসতায় সক্রিয় ছিল।

 

এই দুই অভিযানে সেনারা বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে। আইএসপিআর জানিয়েছে, এসব সন্ত্রাসী বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর উপর হামলা এবং জনসাধারণকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল।

 

পাকিস্তানি কর্তৃপক্ষ দাবি করছে, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের এই সন্ত্রাসী গোষ্ঠী ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর প্রত্যক্ষ সহায়তায় পরিচালিত হয়। সম্প্রতি বেলুচিস্তানে বিভিন্ন স্থানে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তার পেছনে এই গোষ্ঠী সক্রিয়ভাবে জড়িত।

খাস করে গত মাসে খুজদারে একটি স্কুলবাসে বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হয়, যার মধ্যে তিনজন ছিল শিক্ষার্থী। সেই ঘটনায় পাকিস্তানজুড়ে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিন্দা জানানো হয়। পাকিস্তান সরকার এই হামলার জন্য সরাসরি ‘ফিতনা আল-হিন্দুস্তান’-কে দায়ী করে এবং অভিযানের প্রতিশ্রুতি দেয়।

 

২৩ মে, পাকিস্তানের স্বরাষ্ট্রসচিব অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন খুররম মুহাম্মদ আগা এক বিবৃতিতে বলেন, “খুজদারে ফিতনা আল-হিন্দুস্তান পরিচালিত সন্ত্রাসী হামলার জবাব হবে চূড়ান্ত ও কঠোর।” তিনি আরও বলেন, “এই হামলাকারীরা কখনোই তাদের উদ্দেশ্যে সফল হবে না। পাকিস্তান সন্ত্রাসের মূলোচ্ছেদে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”

 

দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক এমনিতেই বহু বছর ধরেই উত্তেজনাপূর্ণ। তবে ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর মতো ভারতীয় সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর সামরিক পদক্ষেপ এই উত্তেজনাকে আরও চরমে নিয়ে যেতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

 

পাকিস্তান সরকার ও সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে যে, দেশের ভেতরে এবং বাইরে থেকে আসা যেকোনো হুমকি মোকাবেলায় তারা পূর্ণ প্রস্তুত। ভারতীয় মদদপুষ্ট বলে অভিযোগ করা এসব গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

No comments found