close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভারতী য় দের র ক্ত টগ বগ ক রছে: মো দি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারতীয়দের হৃদয়ে গভীর আঘাত লেগেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'মন কি বাত' অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, ভারতের..

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা দেশের মানুষের রক্ত টগবগ করে ফুটছে। প্রিয়জন হারানো পরিবারগুলোর কষ্ট প্রত্যেক ভারতীয় গভীরভাবে অনুভব করছেন।

রোববার 'মন কি বাত' রেডিও অনুষ্ঠানে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, “পেহেলগামে যে কাপুরুষোচিত হামলা হয়েছে, তা সন্ত্রাসের মাস্টারমাইন্ডদের নিকৃষ্ট মানসিকতারই বহিঃপ্রকাশ। কাশ্মীরে যখন শান্তি ফিরে আসছিল, স্কুল-কলেজে প্রাণচাঞ্চল্য ফিরছিল, উন্নয়নের গতি বাড়ছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটকদের আনাগোনা রেকর্ড ছাড়াচ্ছিল— তখনই শত্রুরা এই অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করলো।”

তিনি আরও বলেন, “২২ এপ্রিলের হামলা ভাষা, জাতি বা ধর্ম নির্বিশেষে প্রতিটি ভারতীয়ের হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে। আমি বুঝতে পারছি, প্রতিটি দেশবাসীর হৃদয় আজ ক্ষুব্ধ ও রক্তগরম অবস্থায় রয়েছে।”

মোদি আশ্বাস দিয়ে বলেন, “শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার প্রতিশ্রুতি, বিচার অবশ্যই হবে। যারা এই হামলার ষড়যন্ত্রে যুক্ত, তাদের কড়া শাস্তি নিশ্চিত করা হবে। কারণ এরা কাশ্মীরকে ধ্বংস করতে চায়। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না। সমগ্র পৃথিবী আজ ভারতের পাশে রয়েছে।”

প্রসঙ্গত, ২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারান। ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে উঠেছে।

Ingen kommentarer fundet