close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভারতের প্রতিশোধে পাকিস্তানের F-16 ধ্বংস: কী আছে এই যুদ্ধবিমানে? সব কিছু জানুন একঝলকে..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
৭ মে ২০২৫—ভারতের ইতিহাসে লেখা হয়ে গেল আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। "অপারেশন সিঁদুর"-এর অংশ হিসেবে পাকিস্তানের একটি F-16 যুদ্ধবিমানকে সফলভাবে ভূপাতিত করল ভারতীয় সেনা। এই প্রতিক্রিয়া এসেছে ২২ এ..

F-16 ধ্বংস—পাকিস্তানের প্রচার ও ভারতের সাফল্য

পাকিস্তান নিজেরা দাবি করেছিল তারা নাকি ভারতীয় বিমান ভূপাতিত করেছে, কিন্তু সেই দাবির কোনও প্রমাণ দেখাতে পারেনি। বরং ভারতের হাতে পাকিস্তানের শক্তিশালী যুদ্ধবিমান F-16 ধ্বংস হওয়ার ঘটনা এখন সর্বজনবিদিত। এই প্রেক্ষিতে আবার উঠে এসেছে ২০২২ সালের সেই বিতর্কিত ঘটনা, যখন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া ভাষায় সমালোচনা করেছিলেন আমেরিকার সিদ্ধান্তের—পাকিস্তানকে ৪৫০ মিলিয়ন ডলারের F-16 সহায়তা প্যাকেজ দেওয়ার জন্য।

পশ্চিম থেকে পাওয়া যুদ্ধবিমান, কিন্তু সীমাবদ্ধতায় ঘেরা

এই ৪৫০ মিলিয়ন ডলারের চুক্তি লকহিড মার্টিনের মাধ্যমে পাকিস্তানের F-16 বহরের রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার জন্য দেওয়া হয়। যদিও বিমানগুলো শক্তিশালী, তবুও আমেরিকা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি পাকিস্তানের জন্য নিষিদ্ধ রেখেছে। F-16 বিমানে যুক্ত হয়নি মিশন কম্পিউটারের সোর্স কোড, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং নিরাপদ ডেটা লিঙ্ক, যা বিমানগুলোকে আমেরিকা বা ন্যাটোর সঙ্গে মেলবন্ধনের সুযোগ থেকে বঞ্চিত করেছে।

F-16: কী এমন আছে এই যন্ত্রে?

F-16 বহর পাকিস্তানের অন্যতম ভরসাযোগ্য সামরিক শক্তি। এগুলো ম্যাক ২ গতি (প্রায় ২,৪০০ কিমি/ঘণ্টা) পর্যন্ত ছুটতে পারে এবং AIM-120 AMRAAM মিসাইল দিয়ে আকাশে প্রতিপক্ষকে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও, আকাশ থেকে মাটিতে আঘাত হানার ক্ষমতাও রয়েছে। যেকোনো আবহাওয়ায় উড়তে পারা এবং মাঝ আকাশে জ্বালানি নেওয়ার ক্ষমতা একে করে তুলেছে ভয়ঙ্কর। কিন্তু তবুও, আমেরিকার দেওয়া সীমাবদ্ধতার কারণে এগুলো পুরোপুরি কার্যকর নয়।

ভারতের পাল্টা আঘাত: সুরক্ষা নিশ্চিত করতে প্রস্তুত বাহিনী

ভারতের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে রুখে দিয়েছে পাকিস্তানের প্রজেক্টাইল হামলা। জম্মু, পাঞ্জাব ও রাজস্থানে লক্ষ্য করে ছোড়া প্রজেক্টাইলগুলো ধ্বংস করা হয় প্রতিরক্ষা ইউনিটের মাধ্যমে। ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘ভারত তার সার্বভৌমত্ব রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রস্তুত।’’

F-16 এর অতীত ইতিহাস ও দুর্ঘটনা

পাকিস্তান ১৯৮০-এর দশক থেকে F-16 পরিচালনা করছে। এখন পর্যন্ত তাদের হাতে প্রায় ৭৫টি F-16 রয়েছে। তবে এই বিমানগুলো সম্পূর্ণ নিরাপদ নয়। ২০২৫ সাল পর্যন্ত পাকিস্তান অন্তত ১০টি F-16 হারিয়েছে বিভিন্ন দুর্ঘটনায়। বড় একটি দুর্ঘটনা ঘটে ২০২০ সালের মার্চে, যখন কুচকাওয়াজের মহড়ায় একটি F-16 ভেঙে পড়ে এবং উইং কমান্ডার নোমান আক্রম নিহত হন।


 

F-16 যতই প্রযুক্তিতে সমৃদ্ধ হোক না কেন, ভারতের প্রহরার সামনে তা প্রতিহত হয়েছে। অপারেশন সিঁদুর-এর মাধ্যমে ভারত একদিকে যেমন প্রতিশোধ নিয়েছে, অন্যদিকে শক্ত বার্তাও পাঠিয়েছে—ভারত তার নিরাপত্তা ও গর্ব নিয়ে কোনও আপস করবে না।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator