কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থাপনায় বিমান হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের ২৬ জনের মৃত্যু ও অসংখ্য বেসামরিক জনগণ আহত হয়।
ইসরাইল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানালেও, তুরস্ক এই হামলাকে ‘অপ্রস্তুত আগ্রাসন’ হিসেবে নিন্দা করেছে। হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা দাবি করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে।