close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
ভারতের অবস্থান পরিষ্কার: অন্তর্বর্তী সরকারের বিষয়ে হাসিনার সমালোচনায় সমর্থন নয়


ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনার পক্ষে কোনো অবস্থান নেয়নি ভারত। বিষয়টি ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি ক্ষুদ্র ধাক্কা হিসেবে বিবেচিত হলেও ভারতের নীতিগত অবস্থান স্পষ্ট।
গতকাল বুধবার ভারতের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে মিসরি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের প্রতিশ্রুতি অটুট। ভারত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের সঙ্গে যুক্ত না থেকে বরং জনগণের স্বার্থে কাজ করে।
হাসিনার সমালোচনা ও ভারতের নিরপেক্ষ অবস্থান
মিসরি বলেন, শেখ হাসিনা তার মতামত প্রকাশের জন্য 'বেসরকারি যোগাযোগ চ্যানেল' ব্যবহার করছেন। তবে ভারত তাকে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কোনো প্ল্যাটফর্ম দেয়নি। এ সময় তিনি ভারতের দীর্ঘদিনের নীতি—অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা উল্লেখ করেন।
সম্প্রতি শেখ হাসিনার ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা সামনে এলে এই বিষয়টি নিয়ে মিসরির মন্তব্য আসে।
এ সপ্তাহের শুরুতে ঢাকা সফরের সময় মিসরি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনসহ বেশ কয়েকটি বৈঠক করেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল’ বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়।
তিনি বলেন, "এই সম্পর্ক জনগণের স্বার্থে গড়ে উঠেছে এবং তা অব্যাহত রাখার কোনো কারণ নেই।"
ভবিষ্যতের সম্পর্ক ও সহযোগিতা
ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের গণতান্ত্রিক, স্থিতিশীল ও প্রগতিশীল উন্নয়নে ভারতের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিদ্যুৎ, বাণিজ্য, জ্বালানি এবং অন্যান্য ক্ষেত্রে বহুমুখী সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।
মিসরি জোর দিয়ে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি হলো জনগণের মঙ্গল। দুই দেশের যৌথ উদ্যোগে সম্পর্ক আরও গভীর এবং লাভজনক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
"অন্তর্বর্তী সরকারের সমালোচনায় হাসিনার পাশে নয় ভারত: জনগণই সম্পর্কের মূল ভিত্তি"
No comments found