বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে যাওয়ার আগে ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু মোদির সরকার তা পাত্তা দেয়নি! ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বাংলাদেশ গত ডিসেম্বরে ইউনূসের জন্য দ্বিপাক্ষিক সফরের অনুরোধ করেছিল, তবে দিল্লি কোনো ইতিবাচক সাড়া দেয়নি।
প্রেস সচিব শফিকুল আলমের ভাষ্য, চীনে যাওয়ার কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ ভারত সফরের জন্য অনুরোধ জানালেও, ভারতীয় সরকার তা নাকচ করে দেয়। এদিকে, চীনে ইউনূসের সফরকে বেইজিং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী, যেখানে ভারত এখনো দ্বিধাদ্বন্দ্বে!
ভারতের এই আচরণে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার বিদায়ের পর থেকে ভারত তার দাদাগিরি হারানোর আতঙ্কে আছে। বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে না পেরে এবার নতুন কৌশল নিচ্ছে! অথচ বাংলাদেশের স্বার্থে ভারত-বাংলাদেশ সম্পর্ক ভালো রাখা দরকার বলে ইউনূস নিজেই সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন।
এদিকে, আগামী মাসে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদির সঙ্গে ইউনূসের বৈঠকের জন্য বাংলাদেশ প্রস্তুত, কিন্তু ভারত এখনো কোনো সাড়া দেয়নি! ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করও নিশ্চিত করতে পারেননি, মোদির সঙ্গে ইউনূসের দেখা হবে কি না।
রাজনৈতিক মহল বলছে, ভারতের এই হীনমন্যতা প্রমাণ করে, চীনের সাথে বাংলাদেশ ঘনিষ্ঠ হলে ভারত কাঁপতে থাকে! ইউনূসের সফর নিয়ে দিল্লির অস্বস্তি দেখে স্পষ্ট, তারা বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে এখনো মেনে নিতে পারছে না!
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			