ভারতে পালানোর চেষ্টাকালে কেরাণীগঞ্জের মৎস্যজীবী লীগ নেতা আটক..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

সীমান্ত পথে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করার সময় ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরী (৫৫)কে আটক করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ‘অপারেশন ডেভিল হান্ট-২’-এর অংশ হিসেবে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভুল্লারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শাহিন চৌধুরী কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি ইউনিয়নের হিন্দু চড়াইল এলাকার বাসিন্দা। তিনি মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই শাহিন চৌধুরী আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, তিনি দালালের সহায়তায় কালীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ নজরদারি ও অভিযান চালানো হয়। পরে পালিয়ে যাওয়ার আগমুহূর্তে তাকে আটক করা হয়।

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ জানান, সীমান্ত দিয়ে অপরাধীদের পলায়ন ঠেকাতে ‘অপারেশন ডেভিল হান্ট-২’ ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator