ভারত যদি এই পদক্ষেপ নেয়, সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সিন্ধু নদের পানি আটকে দিলে ভারতের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার হুমকি দিল পাকিস্তান। পেহেলগামের হামলার জেরে পানি চুক্তি স্থগিত করায় দুই দেশের মধ্যে উত্তেজনা ভয়াবহ রূপ নিচ্ছে। এখন শুধুমাত্র একটি পদক্ষে..

দক্ষিণ এশিয়ার দুই প্রধান পারমাণবিক শক্তিধর প্রতিবেশী, ভারত ও পাকিস্তান, ফের একবার ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনার পর পরিস্থিতি এমন রূপ নিয়েছে, যেখানে যুদ্ধ ছাড়া যেন আর কোনো বিকল্প নেই—এমনই ইঙ্গিত মিলছে দুই দেশের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বিবৃতিতে।

গত ২২ এপ্রিল পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে ভারত। এরপর থেকেই সীমান্তে তীব্র উত্তেজনা, রোজকার গোলাগুলি, এবং কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তবে সম্প্রতি একটি সিদ্ধান্ত পুরো পরিস্থিতিকে উন্মাতাল করে তুলেছে—ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত ঘোষণা।

পানি বন্ধ মানেই যুদ্ধ ঘোষণা!

এই ঘোষণার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এক টেলিভিশন টকশোতে বলেন, "সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা হলে ভারতকে সামরিক জবাব দেওয়া হবে। এটা সরাসরি আগ্রাসন, আর এর জবাবও হবে শক্তিশালী।"

তিনি আরও বলেন, “স্রেফ গুলি কিংবা বোমা নয়, পানি বন্ধ করাও যুদ্ধের একটি কৌশল। ভারত যদি সিন্ধু নদে বাধ নির্মাণ করে পানি আটকে রাখে, তাহলে আমরা বাধ্য হয়ে ওই স্থাপনায় সরাসরি হামলা চালাব।”

 দুই দেশের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া

ভারতের সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র পানি চুক্তি নয়, আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বাতিল ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন বাহিনীকে পূর্ণ অভিযান পরিচালনার স্বাধীনতা দিয়েছেন।

পাকিস্তানও পাল্টা জবাবে সিমলা চুক্তি স্থগিত করেছে, ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে এবং ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, “পানি বণ্টন চুক্তি স্থগিতের অর্থ যুদ্ধ ঘোষণা। পাকিস্তান যেকোনো মূল্যে তার পানির অধিকার রক্ষা করবে।”

বিশ্বমঞ্চে উদ্বেগ, সংঘর্ষের আশঙ্কা

বিশ্লেষকরা বলছেন, ভারত এখনো পেহেলগামের হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অপ্রতিরোধ্য প্রমাণ তুলে ধরতে পারেনি। এ অবস্থায় ভারত যদি জোরপূর্বক কোনও পদক্ষেপ নেয়, তা বিশ্ব দরবারে প্রশ্নের মুখে পড়তে পারে। কিন্তু পরিস্থিতি এতটাই ঘনিভূত হয়েছে যে, দুই দেশের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝিও ভয়াবহ যুদ্ধের রূপ নিতে পারে।

বিশ্বনেতারা উদ্বিগ্ন, কারণ দুই দেশেরই হাতে আছে পারমাণবিক অস্ত্র। আর এ ধরনের অবস্থায় হঠাৎ সংঘর্ষ শুরু হলে তা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে।


 

সিন্ধু নদ নিয়ে এশিয়ার দুই প্রধান রাষ্ট্রের এই দ্বন্দ্ব এখন আর শুধু রাজনৈতিক নয়—এটি একটি অস্তিত্বের লড়াইয়ে রূপ নিচ্ছে। পানি, যা একদিকে জীবন দান করে, এখন সেটিই রূপ নিচ্ছে যুদ্ধের ইন্ধনে। মাত্র একটি ভুল পদক্ষেপেই শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ, যার প্রভাব পড়বে কোটি কোটি মানুষের জীবনে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator