দক্ষিণ এশিয়ায় আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই শক্ত হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "যদি ভারত কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তা রূপ নিতে পারে সর্বাত্মক যুদ্ধে।"
গত মঙ্গলবার ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের একটি পর্যটন এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। এই ঘটনাকে কেন্দ্র করেই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাড়ছে কূটনৈতিক উত্তেজনা। ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করলেও ইসলামাবাদ তা জোরালোভাবে অস্বীকার করেছে।
এ অবস্থায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ভারতের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে আমাদের সেনাবাহিনী। পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। যদি কোনো সর্বাত্মক আক্রমণ ঘটে, তাহলে সেটি সর্বাত্মক যুদ্ধে পরিণত হবে।"
তিনি আরও বলেন, "আমাদের দেশ, জাতি এবং সেনাবাহিনী প্রস্তুত। ভারতের যেকোনো উস্কানির জবাব দেওয়া হবে উপযুক্তভাবে।"
বিশ্ব সম্প্রদায়ের প্রতি বার্তা দিয়ে খাজা আসিফ বলেন, "পাকিস্তান ও ভারত—দুই দেশই পারমাণবিক শক্তিধর। এমন পরিস্থিতিতে পুরো বিশ্বকে ভাবতে হবে যে, এই অঞ্চলে একটি পূর্ণমাত্রার সংঘাত কতটা ভয়াবহ হতে পারে।"
তবে তিনি এটাও স্বীকার করেন, এখনো আলোচনার সুযোগ আছে। খাজা আসিফ বলেন, "আশা করি—এই উত্তেজনা কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব হবে। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়।