close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভার ত-পাকি স্তান নিয়ে এবার মুখ খুলল আফ গানিস্তান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে টানটান উত্তেজনা! ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যেই আফগানিস্তান জানাল স্পষ্ট উদ্বেগ—এই দ্বন্দ্ব তাদের দেশ ও অঞ্চলের জন্য মারাত্মক হুমকি।..

ভারত-পাকিস্তান উত্তেজনায় আফগানিস্তানের সতর্ক বার্তা: যুদ্ধ কি সময়ের অপেক্ষা?

কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের—ভারত ও পাকিস্তানের—মধ্যে চলমান উত্তেজনা দিনদিন ঘনীভূত হচ্ছে। পাল্টাপাল্টি হুমকি, সীমান্তে গোলাগুলির ঘটনা এবং পরস্পরকে দায়ী করে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে দুই দেশ। ঠিক এই জটিল সময়ে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আফগানিস্তান।

আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উত্তেজনা শুধু ভারত ও পাকিস্তানেই সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চল বিশেষ করে আফগানিস্তানেও এর ‘সরাসরি নেতিবাচক প্রভাব’ পড়তে পারে।

আফগান কূটনৈতিকদের আশঙ্কা: পুরো অঞ্চল ঝুঁকির মুখে

দ্য ডন পত্রিকার এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের উপপরিচালক হেকমাতুল্লাহ জালান্দ সরাসরি মন্তব্য করেছেন,

"ভারত ও পাকিস্তান আমাদের প্রতিবেশী। তাদের মধ্যে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়লে তা আফগানিস্তানের নিরাপত্তা ও অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।"

তিনি বলেন, আফগানিস্তান এ মুহূর্তে ভারসাম্যপূর্ণ কূটনীতিক নীতি বজায় রেখে দুই দেশের সাথেই যোগাযোগ রাখছে। তবে সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধের সিদ্ধান্ত আফগান ব্যবসায়ীদের জন্য একটা বড় ধাক্কা হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

 পাল্টাপাল্টি পদক্ষেপ: ভারত-পাকিস্তান মুখোমুখি

২২ এপ্রিল পেহেলগামের হামলার জন্য পাকিস্তানকে সরাসরি দোষারোপ করে ভারত। যদিও ইসলামাবাদ এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এবং একটি বিশ্বাসযোগ্য তদন্তে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।

তারপরও নয়াদিল্লি একের পর এক পদক্ষেপ নেয়—

  • আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়,

  • পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়,

  • সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত ঘোষণা করা হয়।

পাল্টা জবাবে ইসলামাবাদও ভারতবিরোধী একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করে—

  • সিমলা চুক্তি স্থগিত,

  • ভারতের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ,

  • দ্বিপাক্ষিক সব ধরনের বাণিজ্য বন্ধ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন,

“সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে পাকিস্তান ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে বিবেচনা করছে। নিজেদের পানির অধিকার রক্ষায় আমরা যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত।”

 ভারতের অবস্থান: ‘রক্ত ফুটছে প্রতিটি ভারতীয়ের’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পেহেলগামের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন,

“এই বর্বরোচিত হামলার পর প্রতিটি ভারতীয়ের রক্ত ফুটছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি দেশের তিনটি বাহিনীকে সীমান্তে সব ধরনের হুমকি মোকাবেলায় পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।

 আন্তর্জাতিক বিশ্লেষকদের উদ্বেগ: বাস্তব যুদ্ধ কি আসন্ন?

কূটনৈতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ভারত এখনো কাশ্মীরে হামলার সঙ্গে পাকিস্তানের সরাসরি সম্পৃক্ততার অকাট্য প্রমাণ তুলে ধরতে পারেনি। ফলে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় পদক্ষেপের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

তবে উভয় দেশের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। সামান্য উত্তেজনা থেকে বড় ধরনের সামরিক সংঘর্ষে গড়ালে তা শুধু ভারত-পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে।

দক্ষিণ এশিয়া যেন সময় বোমার ওপর বসে!

ভারত-পাকিস্তান উত্তেজনার সূত্র ধরে আজ আফগানিস্তান যেভাবে নিজেদের শঙ্কা প্রকাশ করেছে, তা শুধু আফগানিস্তানের নয়—গোটা দক্ষিণ এশিয়ারই উদ্বেগ। যুদ্ধের দামামা যেন বাতাসে ভাসছে, আর কোনো ভুল পদক্ষেপই এই অঞ্চলে তীব্র সংকট ডেকে আনতে পারে।

לא נמצאו הערות