close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভাঙচুরে জুলাই আন্দোলনে অংমগ্রহণকারীদের সম্পৃক্ততা নেই”—শফিকুল ইসলাম..

Md.Mominul Islam avatar   
Md.Mominul Islam
****


 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে আজ শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) দিনাজপুরে প্রতীকী বা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গোর-এ-শহীদ বড় ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গোর-এ-শহীদ জামে মসজিদের হাফেজ মাওলানা শওকত আলী।

জানাজা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ মাঠে জড়ো হতে থাকেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বড় ময়দান শোকাহত মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।

জানাজা শেষে গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত কয়েকদিন ধরে দিনাজপুরে যে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাইযোদ্ধা, গণঅধিকার পরিষদসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের কোনো সম্পৃক্ততা নেই। তাঁর দাবি, “একটি কুচক্রী মহল এসব নাশকতা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “আমরা অগ্নিসংযোগ বা ভাঙচুরের রাজনীতি করি না, ভবিষ্যতেও করব না। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আইনশৃঙ্খ লা বাহিনীকে অনুরোধ করছি।”

জানাজা শেষে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

没有找到评论


News Card Generator