ভালুকার পুকুর-জলাশয়ে অক্সিজেনের অভাব, কোটি টাকার মাছের ক্ষতি..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
শনিবার (১৪ জুন) ও রবিবার (১৫ জুন) সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, পুকুরে ভেসে উঠছে সিলভার কার্প, জাপানি রুই, তেলাপিয়া, টেংরা, ব্রিগেড, পাবদা ও বাটা জাতীয় মাছ।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে অক্সিজেনের ঘাটতির কারণে পরিমাণে মাছ মারা যাচ্ছে। বৈরী আবহাওয়া ও অতিরিক্ত তাপমাত্রার ফলে জলাশয়ের পানিতে গ্যাসের সৃষ্টি হয়ে মাছের মৃত্যুর এই ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যচাষিরা।

শনিবার (১৪ জুন) ও রবিবার (১৫ জুন) সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, পুকুরে ভেসে উঠছে সিলভার কার্প, জাপানি রুই, তেলাপিয়া, টেংরা, ব্রিগেড, পাবদা ও বাটা জাতীয় মাছ। হাট-বাজার ও মাছের আড়তগুলোতে এই মরা মাছ নিয়ে ভিড় করছেন ক্রেতা ও উৎসুক মানুষ।

ভালুকা উপজেলার হাজিরবাগ এলাকার মৎস্যচাষি বলেন, “আমার তিন বিঘা পুকুরে কয়েক লক্ষ টাকার মাছ ছিল। হঠাৎ করে পানি ঘোলা হয়ে যায়, তারপর দেখি একে একে সব মাছ মরে ভেসে উঠছে। আমরা দিশেহারা হয়ে গেছি।”

একই চিত্র দেখা গেছে ভরাডোবা এলাকায়। স্থানীয় চাষিরা বলছেন, কয়েক দিনের প্রচণ্ড গরম ও বৃষ্টির পানি জমে যাওয়ায় পানিতে অক্সিজেনের মাত্রা কমে গেছে। এতে মাছগুলো পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিরা সরকারের সহযোগিতা দাবি করেছেন। তারা বলছেন, একদিকে ব্যাংকঋণ, অন্যদিকে মাছের মৃত্যু-এই সংকটে তাঁদের পেশা ও জীবিকা আজ হুমকির মুখে।

Không có bình luận nào được tìm thấy