close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভালুকাকে আধুনিক ও মানবিক উপজেলা গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা: ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদের বার্তা..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ সকলকে অনুরোধ করে বলেন, “এসব ছোটখাটো বিষয় নিয়ে বিভ্রান্ত না হয়ে সবাই যেন ঐক্যবদ্ধভাবে ভালুকার উন্নয়নে কাজ করি।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রূপে গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল মহলের সম্মিলিত উদ্যোগে চলমান কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ এক শুভেচ্ছা বার্তায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই কর্মযজ্ঞে সরকারি দপ্তর, বেসরকারি সংগঠন ও সর্বস্তরের মানুষের নিরবচ্ছিন্ন সমর্থন এবং ভালোবাসা পেয়েছি।”

পুনর্বাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বাভাবিক কিছু প্রতিবন্ধকতার কথা স্বীকার করে ইউএনও বলেন, “এ ধরনের সমস্যাগুলো খুবই স্বল্পপরিসরের, এবং আমি এগুলোকে বড় করে দেখছি না। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এসব নিয়ে ইতোমধ্যে মন্তব্য করেছেন, যা হয়তো তাদের শুভকামনা ও ভালোবাসা থেকেই এসেছে।”

তিনি আরও যোগ করেন, “আমি বিশ্বাস করি মতানৈক্য, আলোচনা ও সমালোচনা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং এগুলো কাজকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাতে সাহায্য করে।”

ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ সকলকে অনুরোধ করে বলেন, “এসব ছোটখাটো বিষয় নিয়ে বিভ্রান্ত না হয়ে সবাই যেন ঐক্যবদ্ধভাবে ভালুকার উন্নয়নে কাজ করি। আমরা কেউ কারও প্রতিপক্ষ নই; বরং আমরা সবাই একে অপরের সহযোগী।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “ভালোর জন্য, বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে আমি এবং আমরা সবাই প্রস্তুত। ভালুকাবাসীর প্রতি আমার পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে।”

Ingen kommentarer fundet