close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় শ্রমিক দলের নেতা কর্তৃক শিক্ষকের বাড়িতে হামলা, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকায় উঁচু ভিটার মাটি কাটায় বাধা দেওয়ায় শ্রমিক দলের নেতা কর্তৃক দুই শিক্ষকের বাড়িতে হামলায় আহত দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় উঁচু ভিটার মাটি কাটায় বাধা দেওয়ায় শ্রমিক দলের নেতা কর্তৃক দুই শিক্ষকের বাড়িতে হামলায় আহত দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ মার্চ) ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। পরে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই পরিবার।

সাংবাদিক সম্মেলনে বিরুনীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় সাবেক মেম্বার মকবুল হোসেন অভিযোগ করেন, মাহমুদপুর গ্রামের পৈতৃক উঁচু ভূমিতে বাগান এবং ফসলী জমি রয়েছে। ওই উঁচু ভিটার মাটি কেটে নেওয়ার জন্য অনুপ্রবেশকারী বিরুনীয়া ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আশিকুর রহমান রিগান ও জনের নেতৃত্বে মাটি কেটে নেওয়ার প্রস্তাব দেয়। আমাদের পরিবারের পক্ষ থেকে ওই ভিটার মাটি কাটার অনুমতি দেওয়া হয়নি। এনিয়ে কয়েকদিন যাবৎ রিগান এবং জনের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো। গত ৬ মার্চ রাত ১০টায় আমার ভাগ্নি জামাই মোঃ মনিরুজ্জামানকে ভালুকা পৌর এলাকার মেজরভিটা থেকে ধরে সাবেক এক চেয়ারম্যানের বাসায় নিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং ভিডিও ধারণ করে। ৮ মার্চ রাতে রিগান ও জন সহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানপাট ও বাড়িঘরে হামলা করে। এতে মনিরুজ্জামান ও তার মা সখিনা আক্তার (৬২) আহত হন। মনিরুজ্জামানকে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করলে রিগান তার দল-বল নিয়ে রোগীর উপর হামলা করে এবং ভর্তির কাগজপত্র ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে। ৫ আগস্টের পর থেকে রিগান ও জন এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

মনিরুজ্জামানের স্ত্রী বালিঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা নাসরিন জানান, রিগান ও জন ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম হুমকি-ধমকি দিচ্ছে। ভয়-ভীতি দেখাচ্ছে। আমরা তাদের ভয়ে জীবন নিয়ে শঙ্কায় আছি।

এসময় উপস্থিত ছিলেন, বিরুনীয়া মহিলা কলেজের শিক্ষক হোসাইন আহম্মেদ সায়েদ আলম, মাহমুদা আক্তার, আশরাফুল ইসলাম, শেখ ফরিদ, শেখ তসলিম, নিরব প্রমুখ।

לא נמצאו הערות