ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার এক কৃষকের সংরক্ষিত ধান বীজ পরীক্ষা করল গাজীপুর থেকে আগত বীজ প্রত্যয়ন এজেন্সির ভ্রাম্যমাণ বীজ পরীক্ষাগার। আধুনিক প্রযুক্তি ও বীজ বিশ্লেষণ যন্ত্র নিয়ে গঠিত এই মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে এই বীজের মান যাচাই করা হয়।
এই কার্যক্রমে নেতৃত্ব দেন বীজ প্রত্যয়ন এজেন্সির সম্মানিত পরিচালক ড. হাসানুল কবির কামালি। তাঁর দক্ষ তত্ত্বাবধানে টিমের সদস্যরা দ্রুত এবং কার্যকরভাবে বীজের অঙ্কুরোদ্গম হার ও অন্যান্য গুণগত বৈশিষ্ট্য পরীক্ষা করে ফলাফল প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার কৃষি অফিসার জনাবা নুসরাত জামান। তিনি কৃষকদের উৎসাহ দিয়ে বলেন, “নিজের সংরক্ষিত বীজের মান যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ফলন বাড়ে ও কৃষক আর্থিকভাবে লাভবান হয়।”
এ ধরনের মোবাইল পরীক্ষাগার কার্যক্রম কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং কৃষি ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।