ভালুকায় বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত: তারেক রহমানের ৩১ দফা প্রচারে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ময়মনসিংহ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুলের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। স্থানীয় নন্দীবাড়ি বাজার ও ভাওয়ালিয়া বাজার এলাকায় এই প্রচার ..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ময়মনসিংহের ভালুকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৮ জুন বিকেলে, ময়মনসিংহ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুলের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। স্থানীয় নন্দীবাড়ি বাজার ও ভাওয়ালিয়া বাজার এলাকায় এই প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার মন্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য সানাউল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকছেদুল ইসলাম ইকবাল, যুবদল নেতা ফকির মামুন, জেমস তারেক, পৌর যুবদলের নেতা রাকিব শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা ফরহাদ, সোহাগ, শাজাহান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান আশিক, ছাত্রনেতা আরিফুজ্জামান পারভেজ, স্বেচ্ছাসেবক দল নেতা জান্নাতুল ইসলাম, আলামিন, সাদি, চঞ্চল সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতারা জানান, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হচ্ছে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটি রূপরেখা। এই লিফলেট বিতরণ কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের মাঝে এই বার্তা পৌঁছে দিতে চায় বিএনপি।

কর্মসূচি চলাকালীন নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান অব্যবস্থাপনা ও একদলীয় শাসনের বিপরীতে জনগণকে জাগ্রত করতে এবং একটি গ্রহণযোগ্য রাজনৈতিক কাঠামো গঠনের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাধারণ মানুষ ও বাজারের ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং নানা প্রশ্নের মাধ্যমে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন বলে জানান অংশগ্রহণকারী নেতাকর্মীরা।

এই লিফলেট বিতরণ কর্মসূচি ছিল বিএনপির ধারাবাহিক আন্দোলন ও গণজাগরণ কর্মসূচির অংশ, যা সারাদেশব্যাপী একযোগে পরিচালিত হচ্ছে। নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও ভালুকার বিভিন্ন এলাকায় এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy