close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ডে ময়লার ভাগাড়: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
স্থানীয় বাসিন্দারা জানায়, ময়লার স্তূপের পাশ দিয়ে প্রতিদিন শিশু থেকে বৃদ্ধ-সব বয়সী মানুষকে চলাচল করতে হচ্ছে। চারপাশে ছড়িয়ে থাকা আবর্জনার কারণে দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ডের একটি জনবহুল এলাকা, বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিনের আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে, যা এলাকার পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে তুলছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানায়, ময়লার স্তূপের পাশ দিয়ে প্রতিদিন শিশু থেকে বৃদ্ধ-সব বয়সী মানুষকে চলাচল করতে হচ্ছে। চারপাশে ছড়িয়ে থাকা আবর্জনার কারণে দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছে। পথচারীদের হাঁটতে গিয়ে কষ্ট পোহাতে হচ্ছে, অনেক সময় বাচ্চাদের কোলে নিয়েই দুর্গন্ধের মধ্য দিয়ে পার হতে হয়।

একজন বাসিন্দা বলেন, “আমরা এমন ভালুকা চাইনি। প্রশাসনের পক্ষ থেকে যদি সঠিক পদক্ষেপ নেওয়া হতো, তবে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও কোনো ম্যানহোল বা নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান তৈরি হয়নি।”

অপর এক স্থানীয় নারী বলেন, “প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দুর্গন্ধে নাক বন্ধ করে রাখতে হয়। শিশুদের নিয়ে ভয় লাগে-সংক্রমণের শঙ্কা সব সময় মাথায় থাকে। আমরা সাধারণ মানুষ, আমাদের কথা কে শোনে?”

এলাকাবাসীর ভাষ্যমতে, সংশ্লিষ্ট ওয়ার্ডে পৌর কর্তৃপক্ষ সবাই বিষয়টি অবগত, কিন্তু অজানা কারণে কার্যকর কোনো সমাধান হচ্ছে না। ফলে জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator