ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে বর্তমান তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবিরকে। সদ্য বিদায় নেওয়া ওসি শামসুল হুদা খানের বদলির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছিল। তবে নতুন ওসি হুমায়ুন কবিরকে নিয়ে ইতিবাচক মন্তব্য লক্ষ্য করা গেছে সর্বত্র।
স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে ওসি হুমায়ুন কবিরের অতীত পেশাদারিত্ব এবং নিরপেক্ষ আচরণ নিয়ে রয়েছে ব্যাপক সন্তোষ। তিনি ইতোমধ্যেই ভালুকা অঞ্চলে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এ প্রসঙ্গে ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল বলেন, “আমরা ভালুকাবাসী আশাবাদী যে, নতুন ওসি হুমায়ুন কবির তার পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবেন। তিনি যেন শুধুমাত্র কোনো বিশেষ ইউনিয়ন বা ব্যক্তির পক্ষে কাজ না করে পুরো ভালুকা উপজেলার প্রতিটি ইউনিয়নে সমানভাবে আইন-শৃঙ্খলা বজায় রাখেন।”
তিনি আরও বলেন, “আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ গড়ে উঠুক। মাদক ও সন্ত্রাসমুক্ত ভালুকা গড়তে প্রশাসনের কার্যকর পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।”
ভালুকাবাসীর প্রত্যাশা, নতুন ওসি হুমায়ুন কবির সকল প্রকার রাজনৈতিক ও সামাজিক প্রভাবমুক্ত থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবেন।