ভালুকায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভরাডোবাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মোফাজ্জল হোসেন খানকে ভালুকা সরকারী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।..

ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল চাপায় মোফাজ্জল হোসেন খান (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ভালুকার ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার বান্দিয়া নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বান্দিয়া গ্রামের মৃত নূর হোসেন খানের ছেলে মোফাজ্জল হোসেন খান মাগরিবের নামাজ পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ভরাডোবাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মোফাজ্জল হোসেন খানকে ভালুকা সরকারী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর মোটরসাইকেল ফেলে রেখে চালক পালিয়ে যান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, খবর পাওয়ার পর ভালুকা হাসাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator