close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
দোয়া মাহফিলে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ময়মনসিংহের ভালুকা পৌর বিএনপির ২নং ওয়ার্ডের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেলে ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

দোয়া মাহফিলে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও মুক্তির জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দোয়া করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশনেত্রীর সুস্থতা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এ সময় ভালুকা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator