close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় কারখানা শ্রমিক সাজ্জাদ হত্যা: দেড় মাস আগে রিপোর্ট, ৮ মাস পর মামলা..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
নিহতের বড় ভাই মো. সেলিম প্রধান বাদী হয়ে গত সোমবার (১২ মে) রাতে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর-১৭) দায়ের করেন।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেড কোম্পানির শ্রমিক মো. সাজ্জাদ হোসেন (২০) হত্যার ঘটনায় ঘটনার প্রায় ৮ মাস পর অবশেষে হত্যা মামলা রেকর্ড হয়েছে। নিহতের বড় ভাই মো. সেলিম প্রধান বাদী হয়ে গত সোমবার (১২ মে) রাতে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর-১৭) দায়ের করেন।

জানা যায়, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর সকালে কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন সাজ্জাদ। তিনদিন পর ২৯ সেপ্টেম্বর কারখানার নির্মাণাধীন ভবনের লিফট শাফট থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা (নম্বর-৬৬/২০২৪) হলেও দেড় মাস আগে পাওয়া ময়নাতদন্তে মাথায় আঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

তবে অভিযোগ রয়েছে, রিপোর্টে হত্যার প্রমাণ মিললেও পুলিশ রহস্যজনকভাবে মামলা নিতে বিলম্ব করেছে। শেষ পর্যন্ত নিহতের ভাইয়ের অভিযোগে হত্যা মামলা রেকর্ড হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোশারফ হোসেন জানান, মামলা গ্রহণের পর তদন্ত শুরু হয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator