ভালুকায় গণভোট বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত প্রকাশের সুযোগ পায়। তিনি বলেন, গণভোট সম্পর্কে স..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: গণভোট বিষয়ে জনসাধারণের মধ্যে ধারণা প্রদান ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী।

আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীগণ, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়নের জমিদাতা পরিবারের সদস্যবর্গ এবং স্থানীয় মুরুব্বিয়ানরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত প্রকাশের সুযোগ পায়। তিনি বলেন, গণভোট সম্পর্কে সঠিক ও স্পষ্ট ধারণা থাকলে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ে এবং বিভ্রান্তি কমে আসে।

তিনি আরও বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক গণভোট আয়োজনের জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষকে আইন ও বিধি-বিধান মেনে সচেতনভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফিরোজ হোসেন বিডব্লিউডি চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক আলোচনা সভা গণভোট সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান তারা।

 

Inga kommentarer hittades


News Card Generator