close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় গেইটে তালা,  অবরুদ্ধ তিনটি পরিবার 

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
কাশর এলাকার গেইটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে তিনটি বাড়ির ভাড়াটিয়াদের। ..

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ভালুকার কাশর এলাকার গেইটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে তিনটি বাড়ির ভাড়াটিয়াদের। 

ওইসব বাড়ির মালিক ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার কাশর মৌজার ৭৭ দাগে হাজী বেলাল ফকির এবং তার ভাই প্রতিবন্ধি আইনুল ফকিরের দুই একর ৪৬ শতাংশ জমির মালিক। সেখানে বেলাল ফকিরের একটি এবং তার ভাইয়ের দুইটি বাড়ি রয়েছে। ওইসব বাড়িতে কমপক্ষে ২১টি পরিবার ভাড়ায় বসবাস করে। অনেক বছর যাবৎ ওইসব বাড়ির ভাড়াটিয়ারা আরিফ টেক্সটাইলের রাস্তা হয়ে তাদের কর্মস্থলে যাতায়ত করতো। সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ রাস্তার দুই পাশে দুইটি ফটক রেখে সীমানা প্রাচীর তৈরী করে। সর্বশেষ তারা ওই ফটকে লোহার দরজা লাগায় এবং গত বুধবার (২৬ মার্চ) সকালে তাতে তালা ঝুলিয়ে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে দুই পাশের তিনটি বাড়ির ভাড়াটিয়ারা।

ওইসব বাড়ির ভাড়াটিয়ারা জানান, তারা ওইসব বাড়িতে বসবাস করে বিভিন্ন কারখানায় চাকরি করেন। আরিফ টেক্সটাইলের লোকজন গেইটে তালা দেওয়ায় গত বুধবার সকাল থেকে তারা অবরুদ্ধ হয়ে আছেন। যাতায়তের বিকল্প ব্যবস্থা না থাকায় তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। 

হাজী বেলাল ফকির জানান, রাস্তায় তারও কিছু জমি আছে। তাদের বাড়ির ভাড়াটিয়াদের চলাচলে সুযোগ দেওয়ার শর্তে তিনি আফির টেক্সটাইল কর্তৃপক্ষকে তার জায়গার উপর দিয়ে রাস্তা নেওয়ার সুযোগ দেন। আরিফ টেক্সটাইল মিলের ম্যানেজার জিএম অবসরপ্রাপ্ত কমান্ডার বশির আহাম্মেদ জানান, গেইটে তালা দেয়ার বিষয়টি তার জানা ছিলো না।

没有找到评论


News Card Generator