close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেন ছাত্রদল নেতা আশিক..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ভালুকার বিভিন্ন এলাকার পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের হাতে পানি ও স্যালাইনের বোতল তুলে দেন ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশি..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ভালুকার বিভিন্ন এলাকার পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের হাতে পানি ও স্যালাইনের বোতল তুলে দেন ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান আশিক।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাকিব হোসেনের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আশিকুজ্জামান আশিক বলেন, গরমে পরীক্ষার্থীরা যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে।”

স্থানীয়রা জানান, ছাত্রদলের এমন উদ্যোগ পরীক্ষার্থীদের জন্য বাস্তবেই সহায়ক হয়েছে। প্রচণ্ড গরমে পানিস্বল্পতা ও শারীরিক দুর্বলতা মোকাবিলায় খাবার স্যালাইন বিতরণ একটি সময়োপযোগী উদ্যোগ বলে তারা মন্তব্য করেন।

উল্লেখ্য, ছাত্রদল কেন্দ্রীয়ভাবে দেশের বিভিন্ন জেলায় একযোগে এই কার্যক্রম পরিচালনা করছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator