ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ভালুকার বিভিন্ন এলাকার পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের হাতে পানি ও স্যালাইনের বোতল তুলে দেন ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান আশিক।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাকিব হোসেনের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আশিকুজ্জামান আশিক বলেন, “গরমে পরীক্ষার্থীরা যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে।”
স্থানীয়রা জানান, ছাত্রদলের এমন উদ্যোগ পরীক্ষার্থীদের জন্য বাস্তবেই সহায়ক হয়েছে। প্রচণ্ড গরমে পানিস্বল্পতা ও শারীরিক দুর্বলতা মোকাবিলায় খাবার স্যালাইন বিতরণ একটি সময়োপযোগী উদ্যোগ বলে তারা মন্তব্য করেন।
উল্লেখ্য, ছাত্রদল কেন্দ্রীয়ভাবে দেশের বিভিন্ন জেলায় একযোগে এই কার্যক্রম পরিচালনা করছে।
		
				
			


















