close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় ঢাকাগামী বাসে মানবদেহের হাড়গোড় উদ্ধার, আটক ৩

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তল্লাশি অভিযান চালায়। এ সময় শেরপুর থেকে ঢাকাগামী ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে মানবদেহের হাড়গোড় উদ্ধার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা। রোববার (২০ এপ্রিল) গভীর রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান চালানো হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন—ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী গ্রামের ফারুক হোসেন ওরফে শাহিন (৪৮), চরকালিবাড়ী এলাকার মো. সাইফুল ইসলাম (৪৫) এবং শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের আলমগীর হোসেন (২৪)।

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত ১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তল্লাশি অভিযান চালায়। এ সময় শেরপুর থেকে ঢাকাগামী ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সাইফুল ইসলাম নামে এক যাত্রীর ব্যাগে সন্দেহজনক বস্তু থাকতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সাইফুল প্রথমে ব্যাগে অর্জুনগাছের ছাল রয়েছে বলে দাবি করলেও ব্যাগ খুলে দেখা যায়, সেখানে রয়েছে তিনটি মানুষের মাথার খুলি, ২৮টি বড় হাড়, একটি মেরুদণ্ড এবং অন্যান্য হাড়ের ৫০টি টুকরো।

পরে বাসে থাকা তার সহযোগী ফারুক হোসেন ও আলমগীর হোসেনকেও আটক করা হয়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, “ব্যাগ থেকে দুর্গন্ধ আসায় তল্লাশি চালানো হয়। তখনই বেরিয়ে আসে মানুষের মাথার খুলি ও হাড়গোড়। তারা এসব হাড়গোড় ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।”

ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান জানান, “তিনজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ হাড়গোড় পাচারকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে ময়নসিংহসহ আশেপাশের এলাকায় অতীতেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

没有找到评论