close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় ডাকাত আতঙ্ক!

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাত পড়েছে এমন খবর ছড়িয়ে পড়ে

ময়মনসিংহের ভালুকা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে রাতভর ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় এলাকার মসজিদগুলোতে মাইকিং করে এলাকাবাসীকে সর্তকও করা হয়। পরে রাতভর লোকজন ঘটনাটি বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে উপজেলার কাচিনা, ডাকাতিয়া, মল্লিকবাড়ি ও মেদুয়ারি ইউনিয়নে।
স্থানীয়রা জানান, ঘটনার রাতে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাত পড়েছে এমন খবর ছড়িয়ে পড়ে। এমনকি স্থানীয় বিভিন্ন মসজিদের মাইকে সতর্ক করা হয়। পরে লোকজন লাঠিসোঁটা ও যার যা ছিলো তা নিয়েই রাস্তায় বেরিয়ে আসেন এবং ডাকাডাকি করে মানুষদের সতর্ক করেন। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকাতের খবর ছড়িয়ে পড়ালে রাস্তায়য় নেমে আসেন বিভিন্ন এলাকার নানা বয়সী লোকজন।
এমনকি বিভিন্ন জায়গায় ডাকাত সদস্যদের আটক হওয়ার খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ কেউ ডাকাতির প্রমাণস্বরূপ এলাকায় ডাকাতদের ধাওয়া দেয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয় দেন। ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন এলাকায় মানুষ লাঠিসোঁটা নিয়ে ডাকাত খুঁজচ্ছেন। তবে ফেসবুকে অনেকেই ডাকাতের এসব ঘটনাকে গুজব বলে উড়িয়ে দেন।
এবিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক তদন্ত হুমায়ুন কবীর জানান, ভালুকার পার্শ্ববর্তী ত্রিশাল থানার মোক্ষপুরের দিকে ডাকাত পড়ার খবর ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ভালুকাতেও এই খবর ছড়িয়ে পড়ে।

کوئی تبصرہ نہیں ملا