ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোর্শেদ আলমকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা যুবদলের নেতা ও সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাসুদ ঢালী।
তিনি বলেন, “আলহাজ্ব মোর্শেদ আলম একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। বিএনপির দুঃসময়ে তিনি সাহসিকতার সঙ্গে দলকে সংগঠিত করেছেন এবং নেতাকর্মীদের পাশে থেকেছেন। তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।”
আব্দুল্লাহ আল মাসুদ ঢালী বলেন, “এই অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত এবং তাতে দলকে বিভ্রান্ত করার চেষ্টা রয়েছে। দলীয় নেতাকর্মীরা যেন এসব গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকেন, সে আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আস্থা রেখেই সবাই একসাথে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করব। যারা গুজব ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।”