ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন গফরগাঁও রোডে নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করানোয় সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খল অবস্থা, ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। এতে শুধু যানজটই নয়, ব্যবসায়িক কার্যক্রমেও মারাত্মক প্রভাব পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “বাসগুলো দোকানের সামনে দাঁড় করিয়ে যাত্রী তোলে। এতে দোকানের সামনের অংশ ঢেকে যায়, ক্রেতারা ঢুকতে পারে না। আমাদের ব্যবসা ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে প্রতিনিয়ত।
একই অভিযোগ করেন এক যাত্রী। তিনি বলেন, “যত্রতত্র বাস থামানো এবং প্রশাসনের সঠিক নজরদারির অভাবে প্রতিদিন এ রাস্তায় প্রচণ্ড যানজট হয়। কোনো নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় বাসচালকরা নিজেদের সুবিধামতো যেখানে সেখানে থামায়। যদি নির্দিষ্ট স্ট্যান্ড থাকত, তাহলে এভাবে জ্যাম হতো না।”
অন্য এক পথচারী জানান, বাস ও সিএনজি চালিত অটোরিকশাগুলো যাত্রী তোলার জন্য একসাথে দাঁড়িয়ে থাকে। এতে পুরো রোড অবরুদ্ধ হয়ে যায়। শুধু গুটিকয়েক চালকের অসচেতনতা এবং সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতাই এর জন্য দায়ী বলে মনে করেন তিনি।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট বাসস্ট্যান্ড নির্ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি প্রয়োজন, যাতে করে যত্রতত্র বাস থামানো বন্ধ হয় এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন হয়।
এই বিষয়ে উপজেলা প্রশাসন এবং ট্রাফিক বিভাগের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।



















