close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভালুকা বাসস্ট্যান্ডে দিনেও জ্বলছে লাইট, দেখার কেউ নেই!

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, রোদের তাপে পথচারীরা হাঁটতে কষ্ট পাচ্ছেন, অথচ সড়কের দুই পাশে লাগানো বৈদ্যুতিক লাইট একটানা জ্বলছে। স্থানীয়দের অভিযোগ, দিন-রাত লাইট জ্বলছে,..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা বাসস্ট্যান্ডে দিনের বেলাতেও বৈদ্যুতিক লাইট জ্বলছে। দুপুরের চড়া রোদ উপেক্ষা করে সড়কের লাইটগুলো অবিরাম জ্বলতে দেখা গেছে। এতে একদিকে যেমন বিদ্যুৎ অপচয় হচ্ছে, অন্যদিকে পৌরসভার অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, রোদের তাপে পথচারীরা হাঁটতে কষ্ট পাচ্ছেন, অথচ সড়কের দুই পাশে লাগানো বৈদ্যুতিক লাইট একটানা জ্বলছে। স্থানীয়দের অভিযোগ, দিন-রাত লাইট জ্বলছে, অথচ পৌরসভার কেউ তা দেখছে না।

ভালুকা পৌরসভার বাসিন্দা বলেন, ‘দিনে রোদের মধ্যে আলো জ্বালিয়ে রাখার মানে হয়? বিদ্যুৎ বাঁচানোর কথা সরকার বলছে, অথচ এখানে অপচয় হচ্ছে। কারও যেন কিছু আসে-যায় না।’

আরেক বাসিন্দা বলেন, ‘পৌরসভার অবস্থা এখন বেহাল। দিনেও আলো জ্বলে, আবার রাতে অনেক জায়গায় বাতি জ্বলে না। সন্ধ্যার পর নিরাপত্তার অভাব বোধ করি।’

শুধু লাইট নয়, পৌরসভার ময়লা-আবর্জনা ব্যবস্থাপনাও চরম অব্যবস্থাপনার মধ্যে রয়েছে বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ। বাসস্ট্যান্ডের আশপাশের এলাকায় ময়লা-আবর্জনার স্তূপ, ড্রেন উপচে পড়া নোংরা পানি এবং দুর্গন্ধে চলাচলই কঠিন হয়ে পড়ে।

ভালুকা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা বলেন, ‘নিয়মিত ময়লা পরিস্কার করা হয় না। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর। পৌরসভা কর্তৃপক্ষ নিষ্ক্রিয়। এভাবে চলতে থাকলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।’

স্থানীয়রা বলছেন, পৌর প্রশাসনের নজরদারির অভাবে ভালুকা পৌরসভা কার্যত অচল হয়ে পড়েছে। সেবার মান, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা-সব কিছুতেই ঘাটতি দেখা যাচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator