close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকা আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, এনসিপি প্রার্থীকে সমর্থন..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।..
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।
 
ফেসবুকে দেওয়া বক্তব্যে ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনের নির্যাতন, কারাবরণ ও নানা ধরনের জুলুমের শিকার হয়েছেন তিনি। এরপরও পিছিয়ে যাননি। তার ভাষায়, সত্যের পথে চলা মানেই কণ্টকাকীর্ণ পথ বেছে নেওয়া। জুলাই পরবর্তী সময়ে ভালুকা আসনের ঘরে ঘরে ইসলামী রাজনীতির বার্তা পৌঁছে দিতে যে সংগ্রাম হয়েছে, তা একক কোনো ব্যক্তির নয়; বরং ভালুকাবাসীর সম্মিলিত ত্যাগের ইতিহাস।
 
তিনি আরও বলেন, ইসলামের বৃহত্তর স্বার্থ, উম্মাহর ঐক্য এবং দেশ ও জনকল্যাণের কথা বিবেচনা করেই তিনি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে জোটের শরিক দল এনসিপির মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলামকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।
 
এদিকে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে ভালুকা আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মুর্শেদ আলম, গণঅধিকার পরিষদের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা কামাল কাশেমী।
Walang nakitang komento


News Card Generator