close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বগুড়ার যুবলীগ নেতা মতিনের ১৩ বছরের কারাদণ্ড

Rakibul Islam avatar   
Rakibul Islam
বগুড়ার যুবলীগ নেতা মতিনের ১৩ বছরের কারাদণ্ড

রাকিবুল ইসলামঃ

বগুড়ার বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় শহর যুবলীগের সাবেক নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পরিবহন শ্রমিক নেতা আব্দুল মতিন সরকারকে ১৩ বছরের সশ্রম কারাদ/ণ্ড দিয়েছেন।  

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বগুড়ার বিশেষ জজ মো. শহিদুল্লাহ এই রায় ঘোষণা করেন।  

দুদকের অভিযোগে বলা হয়, আব্দুল মতিন সরকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ মামলায় আদালত তাকে দু’টি ধারায় দণ্ড দেন। এক ধারায় তিন বছর এবং অন্য ধারায় ১০ বছরের কারাদ/ণ্ডে/র পাশাপাশি দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদ/ণ্ড প্রদান করা হয়।  

এছাড়া তার জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

没有找到评论


News Card Generator