বগুড়ার শেরপুরে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা

শমসের নূর খোকন avatar   
শমসের নূর খোকন
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে তিনটি প্রতিষ্ঠানে ৯৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।..

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে তিনটি প্রতিষ্ঠানে ৯৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।  
এসময় অভিযানে পরিচালনা করেন বগুড়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান।
জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে বৈকালি দই-মিষ্টি ঘরকে ৫০ হাজার, শৈলী ফুড পার্ক এন্ড চাইনিজকে ৪০ হাজার এবং দই মেলাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  
অবৈধ খাদ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন কার্যকর ভূমিকা পালন করবে বলে জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান।

نظری یافت نشد


News Card Generator