close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বগুড়ায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের আট পলাতক আসামি গ্রেপ্তার..

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়ায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বিস্ফোরক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার ৮ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।..

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে শাজাহানপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজুরুল ইসলাম (৫০) ও শাজাহানপুর থানা যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফ আলী (৪৮)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিনর ইসলাম সার্থক (৩০) এবং শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিকরুল হক জিকু (৩১) পুলিশি অভিযানে আটক হন।

গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া (৪৪), গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহবুব করিম ডালিম (৪০), বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক সবুজ মন্ডল (৩৪) এবং বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বাদল মন্ডল (৩৪)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এর আগেও হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে, যেগুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।

জেলা গোয়েন্দা পুলিমশের ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 
Nenhum comentário encontrado


News Card Generator