বেতাগীতে প্রচন্ড ঝড়ে বাড়ি-মসজিদ বি ধ্বস্ত

SepahiTv. News avatar   
SepahiTv. News
দুপুরের সময় রান্না করমু এমন সময় দেহি বাতাস ছুডছে। চারিদিকে আন্দার আন্দার। ঘর থেকে বের হইয়া পাশের ঘরে গপলাম এর মধ্যেই একটা ঠাডা পড়ার মতন শব্দ হোনলাম। বের হইয়া দেহি ঘর আর ঘর নাই। গাছ পইরা সব শেষ হইয়া গে..

বরগুনার বেতাগীতে আচমকা ঝরো হাওয়ায় লন্ড ভন্ড হয়ে গেছে জনজীবন। শতাধিক গাছ ভেঙে পড়েছে। শত পরিবারের আশ্রয়স্থল বসতঘরগুলো বিধ্বস্ত হয়ে গেছে। রক্ষা পায়নি মসজিদও। বেশ কয়েকটি মসজিদের উপর গাছ পড়ে ভেঙে পড়েছে। রেইনট্রি গাছ না কাটার ফলে ঘর বিধ্বস্ত হয়েছে এমন অভিযোগ এনে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মোকামিয়ার শাহজাহান। 

আজ ৩ জুন মঙ্গলবার দুপুরে হঠাৎ এই ঝর সৃষ্টি হয়। ঝরে উপজেলার পৌরসভার হাসপাতাল রোড,বেইলি ব্রীজ,সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া এলাকা,উত্তর বেতাগী, করুনা মোকামিয়া, বদনিখালী,জিঙ্গাবাড়িয়া,তালবারিয়া, কাউনিয়া,হোসনাবাদ, বিবিচিনি সহ প্রায় সকল জায়গায়ই চাম্বল, রেইনট্রি,মেহগনি গাছ উপড়ে বসত ঘরের উপর পড়ে। এতে বৈদ্যুতিক তার ছিড়ে যায়। কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়। প্রায় ৭০-৮০ টি ঘর ক্ষতি হওয়ার তথ্য পাওয়া গেছে। 

সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া এলাকার জব্বারের স্ত্রী বলেন, দুপুরের সময় রান্না করমু এমন সময় দেহি বাতাস ছুডছে। চারিদিকে আন্দার আন্দার। ঘর থেকে বের হইয়া পাশের ঘরে গপলাম এর মধ্যেই একটা ঠাডা পড়ার মতন শব্দ হোনলাম। বের হইয়া দেহি ঘর আর ঘর নাই। গাছ পইরা সব শেষ হইয়া গেছে। 

একই এলাকার নাসির বলেন, দিনমজুরি করে কোনোরকম মাইয়া পোলারে লইয়া থাহার লইগা একটা ঘর উঠানো ধরছি। হেই ঘরটাও শেষ হইয়া গেছে গাছ পইরা। পোলার মায় একটুর লইগা মরে নায়। পাও পাছাইয়া পড়ছে। 

করুনা মোকামিয়ার শাহজাহান জানান, কৃষি কাজ করি আর দুইডা ভাত খাই আর ঘরে থাহি। ঘরের পাশে লম্বা গাছ গত দুই বছর ধরে কাটতে বলছি কিন্তু কাডে নায়। আইজ জম্মের মতন কাটছে। মোর একটা মাত্র ঘর হ্যা শেষ। এই ঘর কেমনে ঠিক করমু আল্লাহ জানে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সকলেরই সচেতন হওয়া দরকার। রেন্ট্রী, চাম্বল গাছ কেটে ফেলা দরকার কিন্তু তা না করায় অসহায়রা ভুগছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাড়াবে উপজেলা প্রশাসন। 

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator