close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বেতাগীতে মেধাবী ৪৯ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান..

SepahiTv. News avatar   
SepahiTv. News
বেতাগীর ১৪ জন জিপিএ-৫ প্রাপ্তিদের পাঁচ হাজার টাকা ও ৩৫ জন জিপিএ-৪ শিক্ষার্থীদের চার হাজার টাকা করে এককালীন বৃত্তি প্রদান করে..

 বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। ২২ মার্চ বেতাগী সরকারি কলেজ হলরুমে বেসরকারি এনজিও সংস্থা হীড বাংলাদেশের আয়োজনে সমিতির সদস্যদের মেধাবী ছেলে মেয়েদের সংবর্ধনা ও এককালীন বৃত্তি প্রদান করে। অনুষ্ঠানে বেতাগী শাখার ম্যানেজার মো.সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বরগুনা সদর ব্রাঞ্চ ম্যানেজার লোকমান হাকিম, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান চিনু, সাংবাদিক হোসাইন সিপাহী সহ অন্যান্য সদস্যরা। এসময় বক্তারা বলেন, হীড বাংলাদেশ একটি আত্মমানবতায় সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। কর্মমূখী জীবন তৈরিতে কাজ করে থাকে। প্রতি বছর সমিতির সদস্যদের মেধাবী ছেলে-মেয়েদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করে আসছে। এর ফলে সকলে আরও উৎসাহ পাবে। কেননা, শিক্ষা ব্যাতিত কেউ মানুষ হতে পারে না। শিক্ষা হলো আমাদের মেরুদণ্ড। বেতাগীর ১৪ জন জিপিএ-৫ প্রাপ্তিদের পাঁচ হাজার টাকা ও ৩৫ জন জিপিএ-৪ শিক্ষার্থীদের চার হাজার টাকা করে এককালীন বৃত্তি প্রদান করে। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থী ও তার পরিবার আনন্দিত হয়। শিক্ষার্থী শাকিল বলেন, আমি খুবই আনন্দিত এই সংবর্ধনা পেয়ে। এটা আমাদেরকে সামনে পড়ালেখায় আরও সাহস জোগাবে। তাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে নিয়ে এমন সুন্দর আয়োজন করার জন্য। সমিতির সদস্য শাহনাজ পারভীন বলেন, আমি এবার এসেছি মেয়েকে নিয়ে। জিপিএ-৫ পেয়েছে। মেয়ের কৃতিত্বে আমরাও সন্মানিত। শুধু মেয়ে নয়, আমার ছেলে প্রতি মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি পায় এই সংস্থা থেকে। এর ফলে আমার খরচের চাপ অনেক কমেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

没有找到评论


News Card Generator