নিউজ ডেক্সঃ
বরগুনার বেতাগীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ ৫ জন আহত হয়। ঘটনাটি ঘটে উপজেলার মোকামিয়া ইউনিয়নের হাট মোকামিয়া গ্রামে।
সোমবার ( ২১ এপ্রিল ) সকাল সাড়ে ৬টার দিকে আবুল কালামের সাথে কাঞ্চন মোল্লাদের জমি নিয়ে তর্ক শুরু হয় । তর্কের এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। এ সংঘর্ষে আবুল কালামের স্ত্রী নিরু বেগম (৪৮), শফিকুল ইসলামের স্ত্রী পাখি বেগম (৪৮), আবুল কালামের দুই ছেলে সোহাগ (৩৫) ও রুবেল (৩০), এবং সোহাগের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেমা বেগম (২৮) আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অভিযুক্তরা হলেন এমাদুল (পিতা: মৃত কাঞ্চন মোল্লা) ভেলি বেগম (স্বামী: সাইদুল মৃধা), আরাফাত (পিতা: রিজুল হক মৃধা), হাসিনুর বেগম (স্বামী: রিজুল হক মৃধা), রওসনা বেগম (স্বামী: মৃত কাউসার মৃধা) এবং সাব্বির (পিতা: সাইদুল মৃধা),রিজুল হক (পিতা: নুর মোহাম্মদ মৃধা), সাইদুল (পিতা: নুর মোহাম্মদ), লিমন (পিতা: রিজুল হক), সাইমন (পিতা: সাইদুল মৃধা), সজীব (পিতা: কাউসার মৃধা), জাহিদ (পিতা: মৃত কাউসার মৃধা) অভিযোগ রয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তরা সবাই আত্মগোপনে রয়েছেন এবং কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেনি কেউ। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।