২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন অর্থনৈতিক বন্দোবস্ত বা কাঠামোর প্রতিফলন দেখা যায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "জুলাই গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল মূলত কর্মসংস্থানের দাবিতে। তাই তরুণ সমাজের আশা ছিল, এবারের বাজেটে বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি।"
তিনি আরও জানান, গত এক বছরে দেশে ২৬ লাখ নতুন বেকার যোগ হয়েছে, যা উদ্বেগজনক। "এই পরিস্থিতিতে বাজেটে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান তৈরির সুযোগ ছিল, কিন্তু এমন কোনো নীতি আমরা বাজেটে দেখতে পাচ্ছি না। বরং ব্যাংকনির্ভর অর্থনীতির পুরনো ধারাই বজায় রাখা হয়েছে।"
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য-প্রযুক্তি—এই তিনটি গুরুত্বপূর্ণ খাতে বাজেটে কোনো বাস্তবসম্মত অগ্রাধিকার দেওয়া হয়নি। ফলে দেশের সামগ্রিক উন্নয়ন ও মানবসম্পদ গঠনের পথও বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা আরও বলেন, এই বাজেট দেশের বাস্তব সংকট ও জনগণের চাহিদার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে।
		
				
			


















