বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল..

Ismail Hossen avatar   
Ismail Hossen
****

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে সংগঠনের নিজ কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশের প্রতি তাঁর ত্যাগের কথা স্মরণ করা হয়। দোয়া মাহফিলে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আয়োজকরা বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। আমরা আজ গভীর শোকাহত।

לא נמצאו הערות


News Card Generator