close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বোচাগ‌ঞ্জে নারীর ঝলসানো অর্ধগলিত লাশ উদ্ধার

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
বোচাগঞ্জে ধান ক্ষেতে এক নারীর অর্ধগলিত ঝলসানো লাশ
স্টাফ রিপোর্টার > দিনাজপু‌রের বোচাগঞ্জে অজ্ঞাত পরিচয় এক নারীর ঝলসানো অর্ধগলিত লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। মঙ্গলবার দুপু‌রে জালগাঁও ইউনিয়নের জালগাঁও গ্রামের ধান ক্ষেত থে‌কে ওই লাশ উদ্ধার করেছেন তারা।
 
 স্থানীয়রা জানায়, ধান ক্ষেতে মধ্যে এক নারীর অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে বোচাগঞ্জ থানায় খবর দেন তারা। 
 
বোচাগঞ্জ থানার ইনচার্জ হাসান জাহিদ সরকার জানান, খবর পেয়ে দুপু‌রে ধানক্ষেত থে‌কে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেন তারা। ময়না তদন্তে লাশ দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছেন তারা।
অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আনোয়ার হোসেন জানান তাদের ধারনা লাশ আগুন অথবা এসিডে ঝলসানোর কারনে বিকৃত আকার ধারন করেছে। কিছু অংশ কুকুর শেয়ালে খেয়ে ফেলেছে। ধর্ষন শেষে তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছেন তারা।
###
Nessun commento trovato


News Card Generator