আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্তে জামালপুর জেলার খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
অদ্য ২২/১২/২০২৫ খ্রি. বেলা ১১.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় ভেন্যুতে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. ক্রিসমাস (যিশু খ্রিস্টের জন্মদিন) বা বড় দিন উপলক্ষে জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর এঁর সভাপতিত্বে জামালপুর জেলার খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আসন্ন বড়দিন নিচ্ছিদ্র নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে সম্পাদনের লক্ষ্যে জামালপুর জেলার বিভিন্ন চার্চের নিরাপত্তা বিধানসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়কালে পুলিশ সুপার, জামালপুর খ্রিস্টান নেতৃবৃন্দের বক্তব্য/ সুপারিশসমূহ মনোযোগসহকারে শ্রবণপূর্বক দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সুপার(প্রশাসন ও অর্থ), জামালপুর; জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর'সহ বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও জামালপুর সদর থানার অফিসার ইনচার্জবৃন্দ।



















