close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোঃ নেজাম উদ্দীন avatar   
মোঃ নেজাম উদ্দীন
বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 

মোঃ নেজাম উদ্দীন বাঁশখালী প্রতিনিধি :

বাঁশখালী উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও  চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী অন্যতম ক্যাশিয়ার উপজেলা সরল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একাধিক নাশকতা মামলার আসামি সেলিম মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১১ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

মোহাম্মদ সেলিম উদ্দিন উপজেলা সরল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত আহমদ ছফার পুত্র। তিনি সরল ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং সরল ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগের সরকারের আমলে সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের একমাত্র সহযোগী এবং ক্যাশিয়ার হিসাবে পরিচিত বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন লোকদের কাছ থেকে এমপির নাম ভাঙিয়ে রাতারাতি কোটি কোটি  টাকার মালিক বনে যায় ইউপি সদস্য সেলিম।
আওয়ামী লীগ সরকারের আমলে এমন কোন অন্যায় কাজ নাই তিনি করেনি। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং ঠিকাদারের কাছ থেকে এমপির নামে চাঁদাবাজি করতেন সেলিম। তার বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা রয়েছে। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক নাশকতা মামলার আসামি সরল ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিমকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার বিকেলে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Aucun commentaire trouvé