কক্সবাজারের টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ৫৬ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। বুধবার (৫ মার্চ) দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে সাগর থেকে এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃতদের মধ্যে ছয়টি মাছ ধরার ট্রলারের মাঝিমাল্লারা রয়েছেন।
অস্ত্রের মুখে জেলেদের অপহরণ
স্থানীয় ট্রলার মালিক সমিতি সূত্র জানায়, অপহৃত ট্রলারগুলোর মধ্যে মোহাম্মদ শফিকের দুটি, বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের মালিকানাধীন একটি করে ট্রলার ছিল। প্রত্যেক ট্রলারে মাঝিমাল্লাসহ মোট ৫৬ জন জেলে ছিলেন।
সাগর থেকে ফিরে আসা জেলেদের বরাতে শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, 'আমার মালিকানাধীন ট্রলারসহ ছয়টি ট্রলার আরাকান আর্মি আটক করেছে। তারা অস্ত্রের মুখে আমাদের জেলেদের ধরে নিয়ে যায়। বিজিবি ও কোস্টগার্ডকে বিষয়টি জানিয়েছি।'
ফেরত আনার চেষ্টা চলছে
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, 'আমরা ছয়টি ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে কথা বলেছি। তাদের দ্রুত ফেরত আনার প্রচেষ্টা চলছে।'
আতঙ্কে পরিবার ও স্থানীয়রা
অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিবারের সদস্যরা তাদের স্বজনদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অনেকে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত...
এখন পর্যন্ত আরাকান আর্মি অপহৃত জেলেদের ফেরত দেয়নি। প্রশাসনের পক্ষ থেকে বিজিবি ও কোস্টগার্ডের মাধ্যমে অপহৃতদের উদ্ধারের তৎপরতা চলছে।
পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।